ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩১, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

জর্জিয়ায় কাউন্সিল নির্বাচনে আবু নাসেরের জয়

মঞ্জুরুল রুমি কবির, আটলান্টা থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
জর্জিয়ায় কাউন্সিল নির্বাচনে আবু নাসেরের জয় আবু নাসের

যুক্তরাষ্ট্র (জর্জিয়া ): যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের মেট্রো আটলান্টার ডোরাভিল সিটি কাউন্সিলের নির্বাচনে প্রথম বাংলাদেশি প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন আবু নাসের।

গত সোমবার (০৯ নভেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনে নাসের তার নিকটতম প্রতিদ্বন্দ্বি টিম স্নাইডারের চেয়ে চার ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেছেন।

নির্বাচনে তিনি ৩৯৪ ও টিম স্নাইডার ৩৯০ ভোট পান।

এদিকে, প্রয়োজনীয় নথিপত্রের অভাবে ভোট দিতে না পারায় সাত বাংলাদেশি ঐদিন নাসেরের পক্ষে সাতটি চ্যালেঞ্জ ভোট দেন। এর মধ্যে একটি ভোট পদ্ধতিগত ত্রুটির কারণে বাতিল হয়ে যায়। বাকি ছয় ভোট নিয়মানুযায়ী নাসেরের পক্ষে গেলেও ভোটগুলো অন্তর্ভুক্ত না হওয়ায় ভেটো দেওয়া হয়। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্ত ফলাফল ৬ নভেম্বর স্থগিত করে ৯ নভেম্বর ঘোষণা করে।

আবু নাসেরের এই বিজয়ে অভিনন্দন জানান দেশি দেমক্র্যাটস’র সভাপতি খান মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক মামুন শরীফ, জর্জিয়া বাংলাদেশ সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আহমাদুর রহমান পারভেজ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মুহাম্মদ আলী মানিক, জর্জিয়া ডেমোক্র্যাটিক পার্টি অ্যাট লার্জ কমিটির নেতা শেখ রহমান চন্দন, জর্জিয়া ডেমোক্র্যাটিক পার্টির সাবেক স্টেট কংগ্রেস প্রার্থী ড. রশিদ মালিক, জর্জিয়া আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদ রহমান, জর্জিয়া বাংলাদেশ সমিতির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সংগঠক মোস্তফা জাহিদ টিটু, আটলান্টা কালচারাল সোসাইটির সভাপতি এম মওলা দিলু, সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, ফোবানার সাবেক চেয়ারম্যান ডিউক খান, জর্জিয়া আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কাওসার, সেবা লাইব্রেরীর চেয়ারম্যান মশিউর রহমান চৌধুরী, পরিচালক হারুন রশিদ, জর্জিয়া যুব লীগের আহ্বায়ক মোশারফ হোসেন, ভাস্কর চন্দ, আওলাদ হোসেন, শ্যাম চন্দ, ইলা চন্দ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫ 
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ