ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

জর্জিয়া আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
জর্জিয়া আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যুক্তরাষ্ট্র: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া আওয়ামী লীগ।

রোববার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় আটলান্টার ব্রিট রোডে লাকী সোলস পার্ক মিলনায়তনে দিবসটি উদযাপিত হয়।



এ উপলক্ষে আলোচনা সভা ও শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মাহমুদ রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মুহাম্মদ আলী মানিক ও বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি দিদারুল আলম গাজী।

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন জর্জিয়া আওয়ামী লীগের দুই সহ-সভাপতি হুমায়ুন কবির কাওসার ও শেখ জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক এ এইচ রাসেল, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজাদ, লেখক ও জর্জিয়াবাংলা ডট কমের সম্পাদক রুমী কবির, আব্দুল হক, নজরুল ইসলাম, সোনালী একচেঞ্জের ম্যানেজার বোরহান উদ্দিন প্রমুখ।
 
জর্জিয়া আওয়ামী লীগের নেতা-কর্মী ও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- উপদেষ্টা মশিউর রহমান চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক মাহবুবুর রহমান ভূঁইয়া, ইমদাদুল ইসলাম, সাকিরা আলী বাচ্চি, মোশারফ হোসেন, জর্জিয়া বাংলাদেশ সমিতির সহ-সভাপতি মিনহাজুল ইসলাম বাদল, আরিফ আহমেদ, জর্জিয়া বাংলাদেশ সমিতির দুই সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে আরেফিন বাবুল ও নজরুল ইসলাম, মাহরুফুর রহমান ভূঁইয়া, ইকবাল হোসেন, বেলাল পারভেজ, মাহবুব রহমান সাগর, হীরা মিয়া, ওয়াসি উদ্দিন, সোয়েব সরকার, ফরহাদ আহমেদ, সুহরাব আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতা যুদ্ধে শহীদদ, জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাসহ আটলান্টায় সম্প্রতি মুক্তিযুদ্ধের চেতনার প্রবাসী কয়েকজন বাংলাদেশির জীবনাবসানে এক মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শিশু কিশোরদের স্বদেশের চেতনার আলোকে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়- ফারাহ উলফাত পার্সা, ফারিয়া উলফাত পৃথা, সিদারতুল হোসেন তাহা, মিফতাহুস হোসেন সুলাহা, হাসিবুল ইসলাম নিলয়, মুনেম শাহরিয়ার মাহী, সাফায়াত হোসেন সিয়াম, সাদমান শাহরিয়ার, ফাহাদ খলিল, জারা হোসেন, আরশী, সুমাইয়া হারুন, খালিদ, আলেক্স হোসেন প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ