ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

অলিম্পিক

‍অলিম্পিকে তিরন্দাজ শ্যামলীর বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫১, আগস্ট ১১, ২০১৬
‍অলিম্পিকে তিরন্দাজ শ্যামলীর বিদায় শ্যামলী রায়-ছবি:সংগৃহীত

ঢাকা: রিও অলিম্পিকে মেয়েদের অার্চারির ব্যক্তিগত ইভেন্টে প্রথম রাউন্ডে এলিমিনেশন রাউন্ডে হেরে বিদায় ঘটলো বাংলাদেশের তিরন্দাজ শ্যামলী রায়ের। মেক্সিকোর গাব্রিয়েলা বায়ার্দোর কাছে ৬-০ পয়েন্টে হারেন তিনি।

প্রথম সেটে শ্যামলী তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে ২৮-২৭ স্কোরে হারেন। তবে পরের দুই সেটে ঘুরে দাঁড়াতে পারেননি। হেরে যান ২৮-২৩ ও ২৮-২৫ স্কোরে।

দেশ ছাড়ার আগে নিজের সেরা স্কোর ছাপিয়ে যাওয়ার কথা জানিয়ে গেছেন শ্যামলী। তবে, ইভেন্টে নেমে সেই লক্ষ্য পূরণ করতে পারেনি তিনি।

২০১৫ সালে ব্যাংককে এশিয়ান চ্যাম্পিয়নশিপে গড়া ৬১৮ স্কোর গড়লেও এবারের অলিম্পিকে মেয়েদের ব্যক্তিগত ইভেন্টের র্যাঙ্কিং রাউন্ডে ৭২০-এর মধ্যে ৬০০ স্কোর করেন শ্যামলী। ফলে, অংশগ্রহণকারী ৬৪ জনের মধ্যে তিনি ৫৩তম হন।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ১১ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ