ঢাকা: মেয়েদের ১০ হাজার মিটার দৌড়ে ২৩ বছরের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন ইথিওপিয়ার আলমাজ আয়ানা। অথচ রিও অলিম্পিকে ক্যারিয়ারের মাত্র দ্বিতীয়বার প্রতিযোগিতামূলক দৌড়ে অংশগ্রহন করেন তিনি।
২৯ মিনিট ১৭.৪৫ সেকেন্ড সময়ে দৌড় শেষ করেন আয়ানা। আগের রেকর্ডের চেয়ে যা ১৪ সেকেন্ড কম। চীনের ওয়াং জুনশিয়ার ১৯৯৩ সালে ২৯ মিনিট ৩১.৭৮ সেকেন্ডে আগের রেকর্ডটি গড়েছিলেন।
দ্বিতীয় হয়ে রুপা জিতেছেন কেনিয়ার ভিভিয়ান জেপকেমই চেরুইয়ত। তিনি দৌড় শেষ করেছেন ২৯ মিনিট ৩২.৫৩ সেকেন্ডে। আর আয়ানার স্বদেশি তিরুনেশ দিবাবার ২৯ মিনিট ৪২.৫৬ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ১৩ আগস্ট, ২০১৬
এমএমএস