ঢাকা: রিও অলিম্পিকের সপ্তম দিন শেষে পদক তালিকায় নিজেদের আধিপত্য বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। আর স্বর্ণ জয়ের তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী চীনকে বেশ পেছনে ফেলে দিয়েছে মার্কিনিরা।
যুক্তরাষ্ট্র ও চীনের পর ওপরের দিকে উঠে এসেছে যুক্তরাজ্য ও জাপান। যেখানে আগের অলিম্পিকগুলোতে ভালো পজিশনে থাকা রাশিয়া সপ্তম দিন বেশ পিছিয়ে পড়ে।
পদক তালিকা শীর্ষ দশে থাকা দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, রাশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও হাঙ্গেরি।
নিচে পদক তালিকা দেওয়া হলো:
অবস্থান দেশ সোনা রুপা ব্রোঞ্জ মোট
১ যুক্তরাষ্ট্র ২০ ১৩ ১৭ ৫০
২ চীন ১৩ ১০ ১৪ ৩৭
৩ যুক্তরাজ্য ৭ ৯ ৬ ২২
৪ জাপান ৭ ৩ ১৪ ২৪
৫ দ.কোরিয়া ৬ ৩ ৪ ১৩
৬ জার্মানি ৬ ৩ ২ ১১
৭ রাশিয়া ৫ ৯ ৮ ২২
৮ ফ্রান্স ৫ ৭ ৫ ১৭
৯ অস্ট্রেলিয়া ৫ ৬ ৭ ১৮
১০ হাঙ্গেরি ৫ ৩ ৩ ১১
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ১৩ আগস্ট, ২০১৬
এমএমএস