ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

অলিম্পিক

ভলিবল থেকে ব্রাজিলের শেষ স্বর্ণ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৪, আগস্ট ২২, ২০১৬
ভলিবল থেকে ব্রাজিলের শেষ স্বর্ণ

ঢাকা: ছেলেদের ভলিবল ফাইনালে ইতালিকে হারিয়ে স্বর্ণ নিশ্চিত করেছে ব্রাজিল। রিও অলিম্পিকের শেষ দিনে স্বাগতিকরা আসরের সপ্তম স্বর্ণ জিতলো এই ইভেন্ট থেকে।

ফাইনালে ব্রাজিল টানা তিনটি সেট ২৫-২২, ২৮-২৬, ২৬-২৪ পয়েন্টে জিতে নেয়। এর আগে অবশ্য গ্রুপ পর্বে এই ইতালির বিপক্ষেই হেরেছিল। তাই ফাইনালে এক রকম প্রতিশোধই নেয় হলুধ জার্সিধারীরা।

 

শেষ বার ব্রাজিল ছেলেদের ভলিবলে সোনা জিতেছিল ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে। এই ইতালিকেই হারিয়েই সেবার সেরা হয়েছিল তারা।

অলিম্পিকে তিনটি সোনার মধ্যে প্রথমটি তারা পায় ১৯৯২ সালে বার্সেলোনায়।

এদিকে রাশিয়াকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ২২ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ