ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুক্তমত

শিবিরের সাংবাদিক ছদ্মবেশ, এরপর কী?

ফজলুর রহমান, অতিথি লেখক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১২
শিবিরের সাংবাদিক ছদ্মবেশ, এরপর কী?

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের ডাক উঠছে নানা দিক থেকে। কিন্তু তা হবে এমন কোনো আভাষ নেই।

সরকার বলেই দিয়েছে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার কথা তারা ভাবছে না। তারপরও মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী দল, জামায়াতে ইসলামির ছাত্র সংগঠন `ছাত্র শিবির` আন্ডারগ্রাউন্ডে চলে গেলো কেনো? নিজেদের পরিচয় গোপন করে, ছদ্মবেশ ধরে পুলিশের ওপর কেনো চড়াও হলো তারা? আর এক্ষেত্রে সাংবাদিকদের বাহন মোটর সাইকেলকে কেনোই বা হাতিয়ার করে নিলো?

আমাদের দেশে সাংবাদিকতা এমনিতেই ঝুঁকিপূর্ণ পেশা। রাজনৈতিক নেতা, ক্ষমতা দখলকারী সামরিক জান্তা এমন কী `জনগণের বন্ধু` পুলিশও  সাংবাদিকদরে ভালো চোখে দেখে না। এমন সাড়াশি চাপের মুখে আবার যখন দেখি ছাত্রশিবির সংবাদপত্র বা  সাংবাদিক লেখা মোটর সাইকেলে চড়ে আচমকা আক্রমণ করছে পুলিশের ওপর তখন পথে চলা সাংবাদিকদের নতুন করে বিপদের মুখে ফেলে দেয়া হলো।

ছাত্র শিবির যা শুরু করেছে তারা নিশ্চয়ই আরও অনেক ছদ্মবেশ  নেবে, এবং একটি কৌশল নিশ্চয়ই তারা দুবার ব্যবহার করবে না। তাই পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে ভেবে দেখা প্রয়োজন ছাত্র শিবিরের অন্য কৌশলগুলো কী হতে পারে।

আমারতো মনে হয় তারা পুলিশ বা অন্য কোনো বাহিনীর পোশাক পরে নেমে যেতে পারে যে কোন আক্রমনে!

বাংলাদেশ সময় ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১২
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।