ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুক্তমত

নাগরিক মন্তব্যে অংশ নেওয়ার আহ্বান

. | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৪
নাগরিক মন্তব্যে অংশ নেওয়ার আহ্বান

বৃহস্পতিবার থেকে বাংলানিউজে চালু হচ্ছে নাগরিক মন্তব্য কলাম। পাঠকের মন্তব্য নিয়ে তার ভিত্তিতে তৈরি হবে প্রতিবেদন, ফিচার কিংবা নিবন্ধ।

বাংলানিউজের পাতায় তা প্রকাশিত হবে নিয়মিতভাবে। এতে রাজনীতি, অর্থনীতি যেমন প্রধান্য পাবে তেমনি গুরুত্ব পাবে দৈনন্দিন সামাজিক ও পারিবারিক জীবনের বিভিন্ন ইস্যু।

সমসাময়িক বিষয়ে পাঠককে আরও সম্পৃক্ত করতে, পাঠকের চিন্তা ও মনোভাবকে গুরুত্বের সঙ্গে তুলে ধরতেই বাংলানিউজের এই আয়োজন।
 
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই নাগরিক মন্তব্যের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এই সময়ে সমসাময়িক রাজনীতির অন্যতম একটি ইস্যু উপস্থাপন করা হবে পাঠকের সামনে। সহজ কিছু প্রশ্নের বিশ্লেষণাত্মক উত্তর চাওয়া হবে বাংলানিউজের পাঠকের কাছে। দেশের নাগরিক হিসেবে পাঠকরা তাদের মতামত ও উত্তর পৌঁছে দিতে পারবেন বাংলানিউজের কাছে। টেলিফোনে কিংবা ই-মেইলে নেওয়া হবে সেসব উত্তর। পরে তার ভিত্তিতেই তৈরি হবে প্রতিবেদন।
 
নাগরিক মন্তব্যে অংশ নিয়ে পাঠক তাদের মনোভাব প্রকাশ করবেন তেমন প্রত্যাশাই থাকলো।

বাংলাদেশ সময় ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।