ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

মুক্তমত

যেমন খুশি সাজো: আহসান হাবীব

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪
যেমন খুশি সাজো: আহসান হাবীব আহসান হাবীব

কোন একটা স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে। সবার শেষে শুরু হলো ‘যেমন খুশি সাজো’ প্রতিযোগিতা।

অনেকেই অনেক কিছু সেজেছে। ক্লাশ টেনের এক মেয়ে সেজেছে সন্তানহারা মা। সন্তান হারিয়ে সে পাগলিনী। কাচা-পাকা চুল আলুথালু বেশ, আঁচল  মাটিতে গড়াচ্ছে... আর দু’হাত সামনে তুলে তার মুখে একটাই বুলি ‘তোরা আমার সন্তানকে ফিরিয়ে দে...’ 

‘তোরা আমার সন্তানকে ফিরিয়ে দে...’ তার অভিনয়ে সবাই মুগ্ধ। সবাই হাততালি দিচ্ছে। কারো কারো চোখে পানি চলে আসার উপক্রম।   এর পর সে প্রধান অতিথির সামনে গিয়ে বলতে লাগল ‘তোরা আমার সন্তানকে ফিরিয়ে দে...’ ‘তোরা আমার সন্তানকে ফিরিয়ে দে...’ অতিরিক্ত আবেগের কারণেই কিনা কে জানে ‘সন্তানকে ফিরিয়ে দে...’ বলতে বলতে সেই পাগলিনী মা প্রধান অতিথির গলা চেপে ধরল!

বয়স্ক প্রধান অতিথির জান নিয়ে টানাটানি। উদ্যোক্তারা তাড়াতাড়ি যেমন খুশি সাজো’র প্রথম পুরস্কার তার হাতে তুলে দিলেন। সে যাত্রায় কোনমতে প্রধান অতিথির জান রক্ষা হল।

সত্যি কথা বলতে কি ‘যেমন খুশি সাজো’ এই প্রতিযোগিতা কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে সবসময়ই করে চলেছি। যেমন রাজনীতিবিদরা— তারা মোর অর লেস জনগণের সঙ্গে এক ধরনের অভিনয় করে চলেছেন। তার মানে বাস্তবজীবনে তারা অভিনেতা, সেজে আছেন রাজনীতিবিদ। প্লেয়াররা আসলে কর্পোরেট কোম্পানিগুলোর সাইনবোর্ড, সেজে আছেন প্লেয়ার। কোচিংয়ের শিক্ষকরা আসলে ব্যবসায়ী, সেজে আছেন শিক্ষক। সবচেয়ে বেশি আমরা সেজে থাকি জ্ঞানী, কিন্তু আসলে আমরা প্রায়শই মুর্খের মত আচরণ করি। এ প্রসঙ্গে বরং একটা গল্পের ভিতরে ঢোকা যাক

এক লোক নিজেকে সবসময় একজন আইটি বিশেষজ্ঞ হিসেবে দাবি করে । সে হঠাৎ এক কম্পিউটারের দোকানে গিয়ে চড়াও হল
—আপনারা পেয়েছেন কি?
—কেন স্যার কি সমস্যা?
—গত কাল একটা ল্যাপটপ নিয়ে গেলাম—আপনারা উল্টাপাল্টা জিনিস গছিয়ে দিয়েছেন। বাট হোয়াই?
—মানে কি হয়েছে খুলে বলুন...
—আমি আমার ডেস্কটপ থেকে একটা ফাইল কপি করে ল্যাপটপে নিয়ে পেস্ট করলাম, কপি হল না এর মানে কি?
—দেখুন ঠিক কীভাবে কপি করেছেন সেটাতো বুঝতে হবে। আপনি কি পেনড্রাইভে...
—দেখুন আমাকে জ্ঞান দিতে আসবেন না। আমি একজন আইটি বিশেষজ্ঞ... আমি ভাল করেই জানি কীভাবে কপি পেস্ট করতে হয় ...
—সেটাই যদি বলতেন ঠিক কী ভাবে
—কেন প্রথমে আমার পিসির ডেস্কটপের ফাইলটা মাউস দিয়ে কপি করলাম তারপর মাউসটা খুলে নিয়ে ল্যাপটপে লাগিয়ে পেস্ট করলাম  কিন্তু আশ্চর্য কপি হল না!...

সে যাই হোক  আমরা সবাই একটা না একটা কিছু  সেজে আছি।   এই সেজে থাকাটা অবশ্য দোষের কিছু নয়। সেরা সাজিয়ের জন্য পুরস্কারও কিন্তু পাওয়া যায়। আর পুরস্কার পেতে কার না ভাল লাগে!
 
তো এইরকম এক লোক দেশের বড় একটা পুরস্কার হঠাৎ পেয়ে গেলেন
—আচ্ছা আপনি এই পুরস্কারটা কিভাবে পেলেন? তার পরিচিত এক সন্দেহপ্রবণ লোক জানতে চায়।
—কেন পেলাম
—কিন্তু এই পুরস্কার পাওয়ার কোন যোগ্যতাই তো আপনার নেই
—তারপরও পেলাম। পুরস্কার হচ্ছে বন্দুকের গুলির মত একবার বেড়িয়ে গেলে আর...
—সেটাই জানতে চাচ্ছি এই বন্দুকের গুলিটা কিভাবে আপনার দিকেই গেল? 
—ভাইরে পুরস্কার পাওয়ার লোক কি সামনে আসে কখনো? সেজেগুজে যারা সামনে আসে তারাই...

কি বুঝলেন? এখানেও যেমন খুশি সাজো!

লেখক: রম্যলেখক, সম্পাদক, উন্মাদ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।