দেশ নিয়ে ভাবছো কেন
তোমার কী দরকার।
ভাবার জন্যে আছেইতো
বিরোধীদল সরকার।
তুমি আমি আমজনতা
রাজা ভাবলে কি চলবে।
যারা মানে রাজার নীতি
তারা তাহলে কী বলবে।
শুনবে বেশি বলবে কম
নো কমেন্টস কোথাও।
গ্যাড়াকলে পড়ে গেলে
জুটতে পারে জুতাও।
মিথ্যে হোক আর সত্য হোক
রাজনীতির এটা বাক্য।
ভুলেও যেন দিতে না যাও
ওসব কথার সাক্ষ্য।
চশমা পরো সান-গ্লাস পরো
দেখতে হবে ফর্সা।
মনে রেখো রাজনীতিতে
নেই কারো ভরসা।
যদি ভাবো মরিচ তুমি
এটাই হবে উত্তম।
ঘষুক পিষুক নেই পরোয়া
থাকলেই হলো দম।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫