ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুক্তমত

‘অবহেলিত জনপদের কথা বলছে বাংলানিউজ’

সুমন সিকদার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫০ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
‘অবহেলিত জনপদের কথা বলছে বাংলানিউজ’

বরগুনা: সাংবাদিকতায় আমার পদচারণা খুব অল্পদিনের। আর শুরুটা বাংলানিউজটোয়েন্টিফোর.কমের হাত ধরেই।

তাই কৃতজ্ঞ বাংলানিউজের কাছে, গর্বিতও বটে।

হাটি হাটি পা করে ০১ জুলাই বাংলানিউজ পা রেখেছে ষষ্ঠ বছরে। শুরু থেকেই পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে পাঠকদের কাছে খবর পৌঁছে দিচ্ছে বাংলানিউজ। তুলে আনছে অবহেলিত জনপদের কথা।

দেশ ও দেশের বাহিরের বিভিন্ন প্রান্তের যে কোন ঘটনা, মুহূর্তের মধ্যে পাঠকের কাছে পৌঁছে দেয় অনলাইন সংবাদমাধ্যম। আর এর শীর্ষে অবস্থান করছে বাংলানিউজ। এর  পেছনে আছে প্রতিটি সহকর্মীর নিরন্তর প্রচেষ্টা।

বাংলানিউজ যেভাবে মফস্বল সাংবাদিকদের নিয়ে চিন্তা করে কিংবা করছে আমার মনে হয় না দেশের অন্য কোন গণমাধ্যম এভাবে ভাবে!

সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রতিনিধিরা কোন অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন কিনা আর হলেও সেখান থেকে না ফেরা পর্যন্ত গুরুত্ব দিয়ে পুরো বিষয়টি তদারকি করে বাংলানিউজ কর্তৃপক্ষ। বিপদে পাশে থেকে পরিবারের মতো  কর্মীদের আগলে রাখেন তারা।

সংবাদ বিনোদনের সর্বশেষ সংবাদ সবার আগে পাঠকের কাছে পৌঁছে ইতোমধ্যে পাঠক হৃদয়ে স্থান করে নিয়েছে বাংলানিউজ। সেই সঙ্গে অবহেলিত উপকূলীয় জনপদের বিপন্ন মানুষের কথা তুলে আনছে বাংলানিউজের ‘উপকূল থেকে উপকূল’ নামের একটি বিশেষ বিভাগে।

নতুন ধারার এই সংবাদ মাধ্যমটির পরিবারের একজন সদস্য হতে পেরে নিজেকে বেশ গর্বিত মনে করছি। জয়তু বাংলানিউজ।

লেখক: ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বরগুনা।

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এমএ/

** বাংলানিউজ, ভালোবেসেই পাশে রইবো
** এগিয়ে যাও বাংলানিউজ...
** বাংলানিউজেই আমার পরিচিতি
** সাংবাদিকতা শেখা ও করার মুগ্ধতায় বাংলানিউজ
** নিউজম্যানের গল্প
** ‘বাংলানিউজের সংবাদ অপরাধ দমনে সহায়ক হয়’
** বাংলানিউজে আমার ছয় বছরের পথ চলা
** শহর-গাঁয়ে সমান জনপ্রিয় বাংলানিউজ
** আমরা মানুষের, মানুষ আমাদের
** ডিজিটাল দেশের ডিজিটাল নিউজ পোর্টাল
** সমস্যা হয়নি তো! সাবধানে থেকো

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।