ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুক্তমত

অলস-অহংকারী মেয়র চান না লাকসামের রবিন

লাকসাম থেকে তৌহিদুল ইসলাম রবিন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
অলস-অহংকারী মেয়র চান না লাকসামের রবিন

আমার মতে, সর্বপ্রথম মেয়র হিসেবে বাছাই করা দরকার অলস ও অহংকারী নন এমন ব্যক্তি।

মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর শুধু চেয়ারে বসে থাকলে হবে না, উন্নয়নের ভাষণ বা কাজের হুকুম দিয়েই বসে থাকলে হবে না, নিজে পায়ে হেঁটে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দেখতে হবে, যাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সেটি সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কিনা।


 
কোনো অবৈধ কাজের পার্সেনটেজ নয় বরং যে যার জায়গা থেকে দুর্নীতি করছেন, প্রত্যেককে নিজ দায়িত্বে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দিতে হবে। তিনি যদি কোনো দলের বড় নেতা হয়ে থাকেন, তাকেও শাস্তির আওতাভুক্ত করতে হবে।

প্রশাসনকে সঠিক কাজে ব্যবহার করতে হবে। জুয়ার আসর কোথায় বসছে, কোন নেতার ছায়াতলে থেকে সমাজে চলছে মাদকদ্রব্যের রমরমা ব্যবসা- তা খুঁজে বের করতে হবে।

আমাদের লাকসামে এই কয়েকটি বিষয়ের উপর নজর দিলেই লাকসামই হবে কুমিল্লা জেলার মডেল পৌরসভা।

সারা বাংলাদেশে লাকসাম পরিচিত হচ্ছে ‘লাকসাম রেলওয়ে জংশন’র কারণে। মেয়রের নিজ উদ্যোগে রেলওয়েতে রাখতে হবে স্পেশাল পুলিশ বাহিনী। কারণ, এখানে টিকিট বা অন্যকিছু নিয়ে দুর্নীতি হওয়া মানেই সারা বাংলাদেশে লাকসামের বদনাম ছড়ানো।
 
তৌহিদুল ইসলাম রবিন
পিতা: ডা. আবদুল মোমিন
গ্রাম: শ্রীপুর
থানা: লাকসাম
জেলা: কুমিল্লা

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এসএস

** কেমন মেয়র চাই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।