ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

মুক্তমত

মেয়র হতে হবে যোগ্য ও কৌশলী, মত আরিফ রিজভীর

আরিফ রিজভী, ফেনী থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
মেয়র হতে হবে যোগ্য ও কৌশলী, মত আরিফ রিজভীর

ফেনী: উন্নয়ন হতে হবে টেকসই। বিশেষ করে মানসিক উন্নয়ন জরুরি।

এটি সম্ভব একজন যোগ্য মেয়রের দ্বারা। এছাড়া পৌরবাসীকে পৌরকর পরিশোধের মানসিকতা তৈরিতে প্রেষণা দিতে হবে, যার অর্থ আমি মনে করি নাগরিক জীবনে ন্যূনতম যে সেবাটুকু পৌর কর্তৃপক্ষ দিয়ে থাকে তা নিশ্চিত করতে হবে শতভাগ।

যেমন- ডের টু ডোর ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজটি অবশ্যই নিয়মিত থাকতে হবে। ঘর থেকে বেরিয়েই নাগরিক যেন পরিষ্কার জনপদ দেখেন। বাসিন্দাদের মনে হতে হবে প্রদত্ত পৌর কর যথাযথভাবে ব্যয় হচ্ছে। নাগরিকদের মধ্যে এমন চেতনা তুলে ধরতে হবে মেয়রকে; তার কর্ম-পদ্ধতির মাধ্যমে।

মেয়রকে বিশাল ডিগ্রিধারী হতে হবে এমন শর্তের প্রয়োজন নেই। তাকে হতে হবে কৌশলী। সরকারের পাশাপাশি দাতা সংস্থার সঙ্গে তৈরি করতে হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যার মধ্যদিয়ে উন্নয়ন প্রকল্পের আওতায় পৌর এলাকার কাঠামো ও অকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা যাবে।

পৌরবাসীর সমস্যাগুলো খুব বড় হয় না। কিন্তু তার প্রতিকার না পেলে ব্যক্তি পরাধীনতায় ভোগে, যেমন- নিরীহ প্রকৃতির কোনো বাড়ির মালিকের পাশে ক্ষমতাধর কোনো ব্যক্তি ন্যূনতম কোনো ফাঁকা না রেখেই বাড়ির কাজ করেন। এমন ক্ষেত্রে পৌর কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ ছাড়া এ অপরাধের বিচার হয় না। ফলে বিচারহীনতার আঘাতটা বেশি আক্রান্ত করে নিরীহদের।

মোদ্দা কথা, এমন একজন মেয়র চাই যিনি হবেন দক্ষ, যোগ্য ও মানবিক। পাশাপাশি নাগরিকদের হতে হবে সহযোগিতাপূর্ণ মানসিকতার।

লেখক
আরিফ রিজভী
সাধারণ সম্পাদক, ফেনী জেলা মুদ্রণশিল্প সমিতি এবং
নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক নীহারিকা।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
আইএ

** বাজিতপুর পৌরবাসীর নিরাপত্তা বিধান চান নাসরুল
** জনগণের পাশে থাকার মেয়র চান সীতাকুণ্ডের ইমরান
** শিক্ষিত-দায়িত্বশীল মেয়র চান কটিয়াদীর অমিত
** মেয়র হিসেবে সৎ-দক্ষ ব্যবস্থাপক চান ফেনীর মাইন উদ্দিন
** অলস-অহংকারী মেয়র চান না লাকসামের রবিন
** কেমন মেয়র চাই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।