আবেগাপ্লুত প্রধানমন্ত্রী একমাত্র বিদেশি বীর প্রতীক ওডারল্যান্ডের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সমবেত বাঙালিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্যে এগিয়ে এলেন। ঘড়ির কাঁটা তখন সন্ধ্যা ছ’টার ঘর ছুঁই ছুঁই।
উৎফুল্ল বাঙালিদের মধ্যে হুড়োহুড়ি লেগে গেল প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনের।
বাবার কাঁধে দীর্ঘক্ষণ চড়ে থাকা তিন বছরের এক শিশু পাশে থাকা তার মাকে বলো, ‘মা মা ইজ দিস দ্য প্রাইম মিনিস্টার?’
ক্যামেরা আর সাংবাদিকের ভীড়ে শিশুর উচ্চারণ মিলিয়ে গেলেও প্রধানমন্ত্রী ঠিকই লক্ষ্য করলেন।
তিনি শিশুর বাবা-মায়ের সঙ্গে সামান্য কুশল বিনিময় শেষে শিশুটির সঙ্গে হাত মেলালেন। তারপর এগিয়ে গেলেন অন্যদের দিকে।
শিশুটি তখন চিৎকার করে উঠলো, ‘মা মা প্রাইম মিনিস্টার টাচড মাই হ্যান্ড। ’
বিগলিত ও অভিভুত অভিভাবক তখন কিছুই বলতে পারলেন না।
শিশুটি নিশ্চয় আমরণ এই স্মৃতি ধারণ করে রাখবে।
ছোট্ট একটা ঘটনা কিন্তু নাড়া দিয়ে যায়।
ইমেলঃ [email protected]
বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১১