ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অন্যান্য দল

মির্জাপুরে জিহাদী বই ও লিফলেটসহ মা-ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
মির্জাপুরে জিহাদী বই ও লিফলেটসহ মা-ছেলে আটক ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিপুল পরিমাণ জিহাদী বই ও লিফলেটসহ মা ও ছেলেকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে উপজেলার গোড়াই ইউনিয়নের উত্তর নাজিরপাড়ার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলা মহিলা জামায়াতের আমির হুমায়রা বেগম (৩৮) ও তার ছেলে গোড়াই ইউনিয়ন শিবিরের সভাপতি নাজমুস সাকিব (১৮)। হুমায়রার স্বামীর নূরুল ইসলাম জামালপুরের নান্দিনা উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক।

পুলিশ জানায়, আটকরা দীর্ঘদিন ধরে সরকার ও দেশবিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে জিহাদী বই, লিফলেট ও জঙ্গি সংশ্লিষ্ট কাগজপত্রসহ তাদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নূরুল ইসলাম পালিয়ে যান।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ‍জুলাই ১২, ২০১৬
এনটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ