ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

রামপালে জামায়াত নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
রামপালে জামায়াত নেতা গ্রেফতার

বাগেরহাটের রামপালে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় মো. আসাদুজ্জামান (৪৫) নামে জামায়াতের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বাগেরহাট: বাগেরহাটের রামপালে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় মো. আসাদুজ্জামান (৪৫) নামে জামায়াতের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ নভেম্বর) ভোরে রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জামায়াত নেতা আসাদুজ্জামান রামপাল উপজেলা জামায়াতের সদস্য ও শ্রমিক ফেডারেশনের সভাপতি।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বাংলানিউজকে জানান, গত ১৪ অক্টোবর উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই গ্রামে আসাদুজ্জামানের নেতৃত্বে এলাকায় নাশকতার লক্ষে গোপন বৈঠক চলছিল। পুলিশ সেখানে অভিযান চালিয়ে  বিস্ফোরকসহ দুইজনকে গ্রেফতার করে।

পরে ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে রামপাল থানায় আসাদুজ্জামানসহ ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ