ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

‘ইসলামী শাসন ছাড়া ভাগ্যের পরিবর্তন ঘটবে না’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
‘ইসলামী শাসন ছাড়া ভাগ্যের পরিবর্তন ঘটবে না’ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম কাশেমী। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ:  ‘ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া এদেশের মানুষের ভাগ্যের কোন পরির্বতন ঘটবে না’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম কাশেমী।

তিনি বলেন, এদেশে বহু নেতার পরির্বতন ঘটেছে। রাজনীতিবিদদের ভাগ্যের উন্নয়ন হলেও এদেশের জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটেনি।



বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা শাখার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা ছাত্র আন্দোলনের সভাপতি রফিকুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম এমদাদুল্লাহ ফাহাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ, কেন্দ্রীয় নেতা মুফতি দেলোয়ার হোসেন সাকি, লোকমান হোসেন জাফরী, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি গোলাম মওলা ভূইয়া, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন জেহাদী, কেন্দ্রীয় শ্রমিক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মওলানা মামুনুর রশিদ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলার সাবেক সভাপতি মওলানা জয়নুল আবেদীন ফরাজী, সাবেক সহ-সভাপতি মুফতি হাবিবুল্লাহসহ জেলা ও থানার নেতারা।  

বাংলাদশে সময়: ২১৪০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
এমএএএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ