ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

আন্তর্জাতিক আদালতে সুচির বিচার দাবি চরমোনাই পীরের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
আন্তর্জাতিক আদালতে সুচির বিচার দাবি চরমোনাই পীরের জনসভায় বক্তব্য রাখছেন চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম/ ছবি: মানজারুল ইসলাম

খুলনা: মিয়ানমারে নারী ধর্ষণ, গণহত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ করে রোহিঙ্গাদের নির্মূল করার দায়ে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দিয়ে বিচারের দাবি জানিয়েছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি। খুলনা মহানগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগর শাখা এ জনসভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তৃতায় চরমোনাই পীর বলেন, মিয়ানমার জান্তা রাখাইন রাজ্যে গণহত্যার মাধ্যমে রাখাইন রাজ্যকে মুসলিম শূন্য করার খেলায় মেতে উঠেছে। বর্মীজান্তা এবং অং সান সুচি এই গণহত্যার মাধ্যমে বিশ্ব সন্ত্রাসী হিসাবে বিশ্ববাসীর কাছে চিহ্নিত হয়েছে। রাখাইনে ভয়াবহভাবে মানবতা ভুলুণ্ঠিত হলেও জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর এ ব্যাপারে কোনো কার্যকর ভূমিকা এখনও দৃশ্যমান নয়। এখন মুসলিম দেশগুলোর ঐক্য সময়ের দাবি।

জনসভায় সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মাওলানা অধ্যক্ষ মুজ্জাম্মিল হক। পরিচালনা করেন ইসলামী আন্দোলনের নেতা শেখ মো. নাছির উদ্দিন, শেখ হাসান ওবায়দুল করীম ও মাওলানা ইমরান হুসাইন। বিশেষ অতিধি হিসাবে বক্তব্য রাখেন জেলার সভাপতি মাওলানা আব্দুল্লাহ্ আল ইমরান।

জনসভায় আরও উপস্থিত ছিলেন-  ইসলামী আন্দোলনের নেতা মাওলানা মুজাফ্ফার হোসেন, মাওলানা আবু সাইদ, মো. মুসা লষ্কর, মুফতি আমান উল্লাহ, জি,এম সজিব মোল্লা,  জাহিদুল ইসলাম, মাওলানা মজিবুর রহমান, ডা. আল-আমিন এহসান, মুফতি আব্দুর রহমান মিয়াজি, তরিকুল ইসলাম কাবির, মো. আব্দুর রশিদ, মো. রবিউল ইসলাম তুষার, এস,এম, আবুল কালাম আজাদ, মো. আব্বাস আমিন, শহিদুল ইসলাম, ছাত্র নেতা মো. আমিরুল ইসলাম, মো. আব্বাস আলী, মো. হাসিব গোলজার, ইসাহাক ফরিদি, মো. সাইফুল ইসলাম, মো. নাজমুল ইসলাম, মো. আব্দুল্লাহ নোমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ