ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

‘বিএনপি-জামায়াতকে মোকাবেলায় জাসদকে প্রয়োজন’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
‘বিএনপি-জামায়াতকে মোকাবেলায় জাসদকে প্রয়োজন’ উপজেলা জাসদ আয়োজিত আলোচনা সভা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: বিএনপি-জামায়াতকে মোকাবেলা করতে হলে জাসদকে প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জাসদ স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

দলের ৪৫তম প্রতিষ্ঠা উপলক্ষে বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ফুলবাড়ীয়ায় উপজেলা জাসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আনোয়ার হোসেন বলেন, জঙ্গিবাদসহ দুর্যোগপূর্ণ পরিবেশে আওয়ামী লীগের একার পক্ষে বিএনপি-জামায়াতকে মোকাবেলা করা সম্ভব নয়।

আগামী নির্বাচনে জিততে হলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি জাসদসহ সমমনা দলগুলোকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যেতে হবে।

উপজেলা জাসদের সভাপতি মো. আব্দুর রহমান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, অ্যাডভোকেট সাদিক হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হক, সহ সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, কাজী সালমা সুলতানা, রতন সরকার, জাসদ নেতা শিব্বির আহামেদ লিটন, প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম খান, জাসদ নেতা শেখ মিজানুর রহমান তাপস, নজরুল ইসলাম মাস্টার, শরীয়ত উল্লাহ মাস্টার, ইব্রাহিম খলিল মাস্টার প্রমুখ।

এরআগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় স্মৃতিসৌধ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭ 
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ