সোমবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে ছলিমপুরের বড়ইচরা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি কোলেরকান্দি বটতলা এলাকায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পুলিশের একটি দল বড়ইচরা বাজারে অভিযান চালিয়ে আব্দুর রহিমকে গ্রেফতার করে। এ অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরদী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, আব্দুর রহিমের বিরুদ্ধে থানায় নাশকতা ও বিস্ফোরকসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। এতোদিন তিনি আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এসআই