ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন চায় বিএনজেপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন চায় বিএনজেপি বিএনজেপি’র সংবাদ সম্মেলন

ঢাকা: তত্ত্বাবধায়ক নয়, নির্বাচনকালীন সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন চায় বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দল (বিএনজেপি)।

শনিবার (ফেব্রুয়ারি ১০) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির চেয়ারম্যান ফয়েজ চৌধুরী।  

এ সময় উপস্থিত ছিলেন, দলটির সিনিয়র কো-চেয়ারম্যান কুদ্দুসুর রহমান, কো-চেয়ারম্যান শহিদুর রহমান ও মহাসচিব রেহমান মহসিন প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলা হয়, আমাদের দল মুক্তিযোদ্ধের পক্ষের শক্তি। আমরা যুদ্ধপরাধী এবং রাজাকারমুক্ত দেশ চাই। এ লক্ষ্যে আমাদের দলটি গঠন করেছি। আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে আমাদের সঙ্গে স্বাধীনতার সপক্ষের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে চায়। আমরা তাদের নিয়ে ২০ দলীয় ঐক্যজোট গঠনের উদ্যোগ নিয়েছি। কিছুদিনের মধ্যে এই জোট গঠন করা হবে।

তিনি বলেন, সহায়ক কিংবা তত্ত্বাবধায়ক সরকার নয়, নির্বাচনকালীন সরকারের অধীনে যদি আগামী নির্বাচন হয় তবে দেশে মানুষ হত্যা হবে না, জ্বালাও-পোড়াও হবে না।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ