ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

রাজশাহীতে জামায়াতের কেন্দ্রীয় আমিরসহ আটক ১০

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
রাজশাহীতে জামায়াতের কেন্দ্রীয় আমিরসহ আটক ১০ আটক জামায়াতের নেতারা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী নগরীর হেতেম খাঁ এলাকায় গোপন বৈঠকের সময় কেন্দ্রীয় আমিরসহ জামায়াতের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

আটকরা হলেন- জামায়াতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবর রহমান, রাজশাহী মহানগর জামায়াতের আমিরর প্রফেসর ড. আবুল হাশেম, সেক্রেটারি সিদ্দিক হোসেন, রাজশাহী জেলা জামায়াতের পশ্চিম আমির অধ্যাপক আব্দুল খালেক, পূর্ব আমির রেজাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর আবুজার গিফারী, জামায়াতের রোকন রফিকুল ইসলাম, মজিবুর রহমান, সদস্য ময়নুল হোসেন ও কর্মী তৈয়ব আলী।  

সোমবার (১২ মার্চ) সকাল ৯টার দিকে তাদের আটক করা হয়।

আটকদের ডিবি কার্যালয়ে রাখা হয়।

রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক খন্দকার জাহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা বর্ণালী মোড়ের পেছনে হেতেম খাঁ মোড়ের ৫তলা একটি বাড়ির কক্ষে গোপন বৈঠক করছিলো। এসময় খবর পেয়ে পুলিশ সেখানে চারদিক থেকে ঘিরে ফেলে। এক পর্যায়ে বাড়ির ভিতরে অভিযান চালিয়ে পুলিশ জামায়াতের ১০ নেতাকে আটক করে।

রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মাহাবুবর রহমান এ বিষেয়ে বাংলানিউজকে বলেন, নাশকতার উদ্দেশ্যে জামায়াত নেতারা সেখানে গোপন বৈঠক করছিলেন। পুলিশ গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে।  

রাজশাহীতে তারা কি ধরনের নাশকতার পরিকল্পনা করছিলো তা জানতে মহানগর ডিবি কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ