ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

‘হারবে জেনেই নির্বাচন স্থগিত করিয়েছে আ.লীগ’ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, মে ৭, ২০১৮
‘হারবে জেনেই নির্বাচন স্থগিত করিয়েছে আ.লীগ’  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না

ঢাকা: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেছেন, হারবে বলেই ষড়যন্ত্র করে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচন স্থগিতের পদক্ষেপ নিয়েছে আওয়ামী লীগ। তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে গাজীপুরে তারা জিততে পারবে না।  তাই পেছন থেকে এ কাজ করেছে। 

সোমবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উদ্যোগে ‘স্বাধীনতার ৪৭ বছর ও আমাদের গণমাধ্যম’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়।

 

সরকার ও ক্ষমতাসীন দলের নেতাদের সমালোচনা করে মান্না বলেন, নির্বাচন স্থগিত করিয়েই থামেনি তারা (সরকার)। ওইদিন কোনো কারণ ছাড়াই তারা বিএনপির সিনিয়র নেতাকেও আটক করেছিল। পরে ৭ থেকে ৮ ঘণ্টা ধরে রেখে ছেড়ে দিতে হয়েছে।  

‘এসব বিষয় সংবাদমাধ্যমে আসতে পারছে না। এসব লিখলে সাংবাদিকরা অপরাধমূলক আইন জড়িয়ে যাবেন। কিন্তু যারা নির্যাতিত হল তাদের জন্য কোনো আইন নেই এখন দেশে। ’

সম্প্রতি সরকার প্রধানসহ আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনা করে নাগরিক ঐক্যের প্রধান বলেন, কোনো দলকে নির্বাচনে আনতে জোর করতে হবে কেন?  আপনারা যে বাধাগুলো সৃষ্টি করছেন সেগুলো সরিয়ে রাখলেই হবে। কেননা আওয়ামী লীগ ও বিএনপির অংশগ্রহণ ছাড়া একটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব নয়।

এ সময় তিনি বলেন, ক্ষমতায় যেই থাকুক কেউই গণমাধ্যমের স্বাধীনতা দেয় না। সেটা হোক বিএনপি কিংবা আওয়ামী লীগ। কারণ এতে জবাবদিহিতার সৃষ্টি হবে।  

অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় ওই অনুষ্ঠানে আসা মফস্বল সাংবাদিকরা ১৪ দফা দাবি তুলে ধরেন।  

এসব দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- সরকার কর্তৃক সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন ও আইডি নম্বর দেওয়া, দ্রুত সাংবাদিক নিয়োগ নীতিমালা, ডিজিটাল আইনের ৩২ ধারা সংশোধন, সাংবাদিক নির্যাতন বন্ধের যুগোপযোগী আইন প্রণয়ন।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মে ০৭, ২০১৮
এমএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ