সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে যশোর বিমানবন্দর থেকে খুলনা যাওয়ার পথে প্রেসক্লাব যশোরের ভিআইপি লাউঞ্জে যাত্রাবিরতিকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ড. কামাল বলেন, জনগণই হচ্ছে দেশের সব কিছুর মালিক।
এ সময় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেন, জাতীয় ঐক্যকে বিতর্কিত করতে একিউএম বদরুদোজ্জা চৌধুরীকে ঘিরে যে অপপ্রচার হচ্ছে তা সঠিক নয়। তিনি আমাদের সঙ্গে আছেন এবং থাকবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে যুক্তফ্রন্টের দাবিকে অসাংবিধানিক বলা হয়েছে। অথচ এর আগে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১২৭ দিন হরতাল করেছিল, ক্ষমতায় থেকে বাকশাল কায়েম করেছিল, বিনা ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। আমার প্রশ্ন এগুলো কী সবই সাংবিধানিক ছিল?’
কোনো ষড়যন্ত্রই জাতীয় ঐক্যর মধ্যে ফাটল ধরাতে পারবে না বলে জানিয়েছেন আ স ম রব।
এ সময় নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ, বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব ব্যারিস্টার ওমর ফারুক, গণফোরাম নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সভা শেষে খুলনার উদ্দেশে রওনা দেন তারা। সেখানে একটি সমাবেশে যোগ দেবেন যুক্তফ্রন্ট নেতারা।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
ইউজি/এমএ