ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

বরিশালে বাম গণতান্ত্রিক জোটের গণ-অবস্থান কর্মসূচি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
বরিশালে বাম গণতান্ত্রিক জোটের গণ-অবস্থান কর্মসূচি  বরিশালে বাম গণতান্ত্রিক জোটের গণ-অবস্থান কর্মসূচি

বরিশাল: নির্বাচনকালীন সময়ে বর্তমান সরকার ক্ষমতায় থেকে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।

সংসদ ভেঙে দিয়ে নির্বাচন কমিশন পূর্ণসংস্কার করার মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার (২৩ অক্টোবর) বাম গণতান্ত্রিক জোট বরিশাল পরিচালনা পরিষদ কমিটির আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নগরের সদর রোডে সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত গণ-অবস্থান কর্মসূচি পালন করে।

নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে বর্তমান সরকার পদত্যাগ করে সব দল ও সমাজের অপরাপর মানুষের মতামতের ভিত্তিতে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠনের দাবি তোলেন বক্তারা।

বাম গণতান্ত্রিক জোটের বরিশালের সমন্বয়ক অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈর সভাপতিত্বে গণ-অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বরিশাল জেলা কমিউনিস্ট পার্টির বরিশাল জেলা শাখার সভাপতি অ্যাড. এ কে আজাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান সেলিম, অধ্যাপক সাইদুর রহমান, বরিশাল গণতান্ত্রিক বাম মোর্চার জেলা আহ্বায়ক দেওয়ান আ. রশিদ নিলু, সদস্য সচিব হারুন-অর-রশিদ মাহমুদ, বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডা. মণীষা চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ