বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঐক্যফ্রন্টের নেতারা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে ঢুকতে শুরু করলে এর সামনে অবস্থান নিতে দেখা যায় ঐক্য প্রক্রিয়ার কিছু নেতাকর্মীকে।
এসময় তাদের হাতে মোমবাতির পাশাপাশি ছিল কিছু প্ল্যাকার্ড, যেখানে বেশ কিছু দাবি-আহ্বান লেখা দেখা যায়।
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যে ক’টি রাজনৈতিক দল ও জোট যোগ দিয়েছে, তাদের মধ্যে অন্যতম ঐক্য প্রক্রিয়া। এ জোটের অন্যতম নেতা সুলতান মোহাম্মদ মনসুর।
এদিকে, সন্ধ্যা ৭টার দিকে গণভবনের ব্যাঙ্কুয়েট হলে ১৪ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে সংলাপ শুরু হয়েছে। এতে ক্ষমতাসীন জোটের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐক্যফ্রন্টের নেতৃত্বে আছেন ড. কামাল হোসেন।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
এমএইচ/এইচএ/