সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বিকল্পধারা ও যুক্তফ্রন্টের ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
মাহী বলেন, মুন্সীগঞ্জ-১ আসনে নির্বাচনী প্রচারণা শান্তিপূর্ণ পরিবেশে চলছে।
যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী বলেন, মুন্সীগঞ্জ-১ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন ঢাকায় এসে তার (মাহীর) বিরুদ্ধে একের পর এক কাল্পনিক অভিযোগ এনে মিথ্যাচার করছেন। তিনি অশ্লীল ভাষায় আমাদের গালি-গালাজ করছেন। কিন্তু আমার বিরুদ্ধে বা মহাজোটের কোনা সমর্থকের বিরুদ্ধে তিনি সুনির্দিষ্ট অভিযোগ আনতে পারবেন না।
মাহী বলেন, শাহ মোয়াজ্জেম একজন বর্ষীয়ান রাজনীতিবিদ হয়েও শিষ্টাচার বহির্ভূত আচরণ করছেন। যা নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার উস্কানি ছাড়া কিছু নয়।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, মুন্সীগঞ্জ জেলা যুব লীগের অর্থ সম্পাদক মশিউর রহমান মামুন ও বিকল্পধারার ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান ঝান্টু।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এমএইচ/ওএইচ/