ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

ঝিনাইদহ-৩’র ঐক্যফ্রন্ট প্রার্থী জামায়াত নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
ঝিনাইদহ-৩’র ঐক্যফ্রন্ট প্রার্থী জামায়াত নেতা গ্রেফতার মো. মতিয়ার রহমান

ঝিনাইদহ: ঝিনাইদহ-৩ আসনের (মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা) ঐক্যফ্রন্ট প্রার্থী ও জামায়াত নেতা মো. মতিয়ার রহমানকে ঢাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে রায়ের বাজার এলাকায় মেয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বাংলানিউজকে জানান, মো. মতিয়ার রহমানের বিরুদ্ধে ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় নাশকতাসহ ২০টির বেশি মামলা রয়েছে।

তার বিরুদ্ধে এসব মামলায় অনেকগুলো গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মনোনয়নপত্র দাখিলের পর তিনি আত্মগোপনে থেকে প্রচারণা চালাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ ডিবি পুলিশ ঢাকা ডিবি পুলিশের সহায়তায় রায়েরবাজারে মেয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে। সেসময় তার কাছ থেকে দু’টি ল্যাপটপ ও সাতটি মোবাইল সেট জব্দ করা হয়। গ্রেফতারের পর তাকে নিয়ে ঝিনাইদহে আসা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ