শনিবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর তোপখানায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ সভা হবে। পরে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত কথা বলবেন ড. কামাল হোসেন।
গণফোরামের মিডিয়া সমন্বয়ক লতিফুল বারী হামিম বাংলানিউজকে বলেন, বর্ধিত সভায় নির্বাচন পরবর্তী দলের করণীয় নিয়ে আলোচনা করা হবে।
সম্প্রতি অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে জোটগতভাবে অংশ নেয় গণফোরাম। এতে এমপি নির্বাচিত হন গণফোরামের দুইজন। এমপি হন বিএনপিরও পাঁচজন।
নির্বাচনে ব্যাপক কারচুপি-জালিয়াতির অভিযোগ তুলে প্রত্যাখ্যান করেছে ঐক্যফ্রন্ট। এ নিয়ে বৃহস্পতিবার (৩ জানুয়ারি) ঐক্যফ্রন্টের প্রার্থীদের পক্ষ থেকে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়া হয়, যেখানে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে তারা।
ঐক্যফ্রন্টের নির্বাচিত এমপিরা শপথ নেবেন কি-না, এমন এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবারই জোটের মুখপাত্র ও নির্বাচিত এমপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা শপথ নিচ্ছি না। ’
এই প্রেক্ষাপটের মধ্যেই গণফোরামের সভাটি ডাকা হলো।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
টিএম/এইচএ/