ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

আলমডাঙ্গায় জামায়াতের ৪৮ নারী সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, মে ১৪, ২০১৯
আলমডাঙ্গায় জামায়াতের ৪৮ নারী সদস্য আটক

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গোপন বৈঠক চলাকালে জামায়াতের ৪৮ জন নারী সদস্যকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে স্থানীয় এক ইউপি সদস্যসহ বেশ কয়েকজন বর্তমান ও সাবেক সূরা সদস্য রয়েছে বলে জানা যায়।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলার হাটবোয়ালিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।  

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি বাংলানিউজকে বলেন, হাটবোয়ালিয়া গ্রামের জাহিদুল ইসলাম টিটুর বাড়িতে জামায়াতের প্রায় অর্ধশত নারী সদস্য গোপন বৈঠক করছেন।

এমন গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর বেলা সাড়ে ১২টার দিকে অভিযান চালানো হয়। অভিযান শুরুর দিকে বেশ কয়েকজন পালিয়ে গেলেও বাড়ি মালিকসহ জামায়াতের ৪৮ জন নারী সদস্য পুলিশের হাতে ধরা পড়েছেন।

খবর পেয়ে পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কলিমুল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

পুলিশ সুপার মাহবুবুর রহমান বাংলানিউজকে বলেন, ঈদের আগেই চুয়াডাঙ্গায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিলো তারা। সেই পরিকল্পনার অংশ হিসেবেই গোপন বৈঠক করছিলো জামায়াতের নারী সদস্যরা। আটকের পর বেশ কয়েকজন সদস্য নাশকতার পরিকল্পনার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারও করেছেন।

আভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে জিহাদি বই ও চাঁদা আদায়ের রশিদ। আটকদের থানা হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের পর আদালতে সোপর্দ করা হবে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ১৪, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ