রোববার (৩০ জুন) সন্ধ্যায় ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরোর বৈঠকের পর সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে নেতারা বলেন, জাতীয় সংসদে বাজেট পাসের আগেই গ্যাসের দাম ৩২ শতাংশ বাড়ানো হলো।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এ বাজেট মধ্যবিত্তের উপর কোনও প্রভাব ফেলবে না। জিনিসপত্রের দামও বাড়বে না। অথচ আমরা দেখছি বাজেট শেষ না হতেই গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।
ওয়ার্কার্স পার্টির নেতারা আরও বলেন, কিছুদিন আগেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে। যা ছিল অবৈধ। এনার্জি রেগুলেটরি কমিশন এভাবে আবারও গ্যাসের দাম বাড়াতে পারে না।
সুতরাং ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো গ্যাসের দাম বৃদ্ধির প্রত্যাহার দাবি করছে। সেই সঙ্গে সংসদে এ বিষয়ে আলোচনা করেই সিদ্ধান্ত গ্রহণের দাবি জানাচ্ছে।
বাংলাদেশ সময়: ০২০৬ ঘণ্টা, জুলাই ০১, ২০১৯
আরকেআর/জিপি