বৃহস্পতিবার (২৫ জুলাই) বাম গণতান্ত্রিক জোট থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ত্রাণ বিতরণের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রাণ বিতরণ কার্যক্রমের পর জোটের নেতারা গাইবান্ধা শহরের শহীদ মিনারে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বন্যা পরিস্থিতি বিষয়ে একটি সংবাদ সম্মেলন করেন।
ত্রাণ বিতরণ প্রতিনিধি দলে ছিলেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, কমিউনিস্ট পার্টির সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম ও বাম গণতান্ত্রিক জোটের গাইবান্ধা জেলার সমন্বয়ক গোলাম রাব্বানি প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
আরকেআর/এইচএডি