শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় বাম গণতান্ত্রিক জোটের নেতারা অগ্নিকাণ্ডে ভস্মীভূত এলাকা পরিদর্শনকালে সরকারের কাছে এ দাবি তুলে ধরেন।
তারা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে সরকারকেই।
নেতৃবৃন্দ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে বস্তিবাসীদের উচ্ছেদ করাই উদ্দেশ্য কি না সেই বিষয়টিও তদন্ত করে দেখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা আব্দুস সাত্তার, খালেকুজ্জামান লিপন, সাজেদুল হক রুবেল, সীমা দত্ত, ডা. মুজিবুল হক এবং মামুন কবির।
বাংলাদেশের সময়: ০০৪০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
আরকেআর/এসআইএস