বৃহস্পতিবার (২৬ সপ্টম্বর) বিকেলে পাঠানো এক বিবৃতিতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এ ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে নেতারা বলেন, চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে দেশে দুর্বৃত্তায়নের চেহারা ফুটে উঠেছে।
পর্যটন এলাকায় ক্যাসিনো বসানোর বিষয়ে আলোচনার পরিবর্তে এখন ‘ক্যাসিনো’র মাধ্যমে বিভিন্ন ক্লাব পাড়া, মহল্লা ও বাড়িতে দুর্বৃত্তায়নের যে চিত্র ফুটে উঠেছে, সেটির বিরুদ্ধে শক্ত হাতে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। একই সঙ্গে এদের মদদদাতা, পৃষ্ঠপোষক ও গডফাদারদের চিহ্নিত করে গ্রেফতার ও শাস্তির দাবি জানান সিপিবি নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
আরকেআর/এসএ