ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

ছাত্ররাজনীতির সুস্থধারা ফিরিয়ে আনার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
ছাত্ররাজনীতির সুস্থধারা ফিরিয়ে আনার দাবি

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন ও মানবিক বোধসম্পন্ন সুস্থধারার ছাত্ররাজনীতি ফিরিয়ে আনার দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে ন্যাপ নেতারা বলেন, আমরা কোন দেশে বাস করছি? যেখানে স্বাধীন মত প্রকাশের দায়ে একজন মেধাবী ছাত্রকে নির্মমভাবে পিটিয়ে মারা হয়? এ কোন রাজনীতি? দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে বেরিয়ে আসতে না পারলে আরও কত আবরার ফাহাদকে হারাতে হবে কে জানে!

এসময় বক্তারা দাবি জানিয়ে বলেন, ছাত্ররাজনীতির নামে দুষ্টচক্রের অসৎ রাজনীতি বন্ধ করা হোক।

ছাত্ররা স্বাধীন-সক্রিয়তা নিয়ে মানবিক মূল্যবোধসম্পন্ন, আদর্শিক রাজনৈতিক ধারায় ফিরে আসুক। দেশের মূল রাজনীতিকে সুস্থ ধারায়, গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে পারলে ছাত্র সমাজকে দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ন্যাপের কেন্দ্রীয় নেতা ড. আব্দুর রহমান, অ্যাডভোকেট এম এ ওহাব, পরিতোষ দেবনাথ, অ্যাডভোকেট আমিনুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এমএমআই/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ