ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

‘ওয়ার্কার্স পার্টি মানুষের মুক্তির লক্ষ্যে এগিয়ে যাবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
‘ওয়ার্কার্স পার্টি মানুষের মুক্তির লক্ষ্যে এগিয়ে যাবে’

ঢাকা: মেহনতি মানুষের মুক্তির সংগ্রামকে তরান্বিত করার লক্ষ্যে আরও এগিয়ে যাবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর তোপাখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টি সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে পলিটব্যুরোর সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সভায় ১০ম কংগ্রেস সম্পর্কে পর্যালোচনা করেন সংসদ সদস্য এবং পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

এসময় তিনি ১০ম কংগ্রেসকে সফল করার জন্য দেশবাসীকে অভিনন্দন জানান।

সভায় বক্তারা পার্টি কংগ্রেসের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ওয়ার্কার্স পার্টি বাংলাদেশের মেহনতি মানুষের মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন- পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, ড. সুশান্ত দাস, নুর আহমদ বকুল, মাহমুদুল হাসান মানিক, কামরুল আহসান, আমিনুল ইসলাম গোলাপ, অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, হাজেরা সুলতানা, জ্যোতি শংকর ঝন্টু, হাজী বশিরুল আলম, নজরুল ইসলাম হক্কানি, আলী আহমেদ এনামুল হক এমরান।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
আরকেআর/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ