শনিবার (০৭ ডিসেম্বর) বিকেলে গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে ০৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস উপলক্ষে যুব গণফোরামের আহ্বায়ক নাছির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেন, স্বৈরশাসনের পতন হয়েছে।
বিশেষ অতিথি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, পেঁয়াজ, চালসহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। দেশে বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। হতাশায় ভূগছে যুব সমাজ। মাদকাসক্ত ও মাদক বিক্রেতার নামে চলছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। চিকিৎসা ও শিক্ষার নামে চলছে বাণিজ্য। এ থেকে জনগণ মুক্তি চায়। তাই সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, হেলাল উদ্দিন, লতিফুল বারী হামিম, অবসরপ্রাপ্ত মেজর আসাদুজ্জামান বীর প্রতীক, খান সিদ্দিকুর রহমান, আব্দুল বাতেন খান, এম শফিউর রহমান খান বাচ্চু, মিজানুর রহমান, মোহাম্মদ ইয়াসিন আলপনা, মো. আজাদ হোসেন, মো. জহিরুল ইসলাম, সানজিদুর রহমান শুভ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এমএইচ/টিএ