ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

আহমেদ শফীর অশালীন বক্তব্যে জাসদের নিন্দা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
আহমেদ শফীর অশালীন বক্তব্যে জাসদের নিন্দা 

ঢাকা: স্কুল-কলেজ ও শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে হেফাজতে ইসলামের আমির শাহ আহমেদ শফীর অশালীন বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ)।

রোববার (১৯ জানুয়ারি) জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
 
সম্প্রতি স্কুল-কলেজকে কটাক্ষ করে শাহ আহমেদ শফী বলেন, ‘দেশের স্কুল-কলেজ জেনার বাজার।

শিক্ষকরা জেনা করছে। ছাত্র-ছাত্রীরাতো জেনা করেই। ’ 

শফীর এ বক্তব্যের প্রতিবাদে বিজ্ঞপ্তিতে জাসদ সভাপতি, সংসদ সদস্য হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, শাহ আহমেদ শফীর এমন বক্তব্য তার  নিম্মরুচি, সংস্কৃতি, অসভ্যতা অশালীনতা, এবং বর্বর মানসিকতার বহিঃপ্রকাশ।  
 
‘শিক্ষকরা জেনা করছে। ছাত্র-ছাত্রীরাতো জেনা করেই, আহমেদ শফীর এ ধরনের বক্তব্য দেশের শিক্ষক-শিক্ষার্থী ও সমাজের চরম অবমাননা করেছে। ইতোপূর্বেও তিনি নারীদের তেঁতুলের সঙ্গে তুলনা করে বক্তব্য দিয়ে দেশের নারী সমাজের চরম অবমাননা করেছেন। ’
 
জাসদ নেতারা শাহ আহমেদ শফীকে দ্রুত আইনের আওতায় এনে বিচার ও শাস্তির জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে ওয়াজের নামে নারীবিদ্বেষী বক্তব্য দেওয়া বন্ধ করার দাবিও জানান তারা।  

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
আরকেআর/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ