ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

সরকারের সমন্বয়হীনতা সংকট বৃদ্ধি করবে: জেএসডি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
সরকারের সমন্বয়হীনতা সংকট বৃদ্ধি করবে: জেএসডি দলীয় প্রতীক

ঢাকা: গার্মেন্টস শিল্প নিয়ে সরকারের সমন্বয়হীনতায় সংকট আরও বৃদ্ধি করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার।

রোববার (৫ এপ্রিল) এক বিবৃতিতে তারা বলেন, গার্মেন্টস শিল্প খোলা রাখা এবং বন্ধ রাখা নিয়ে তেলেসমাতি কারবার শ্রমিকদের প্রচণ্ড ঝুঁকিতে ফেলেছে ও ক্ষতিগ্রস্থ করেছে। এতে করোনা সংক্রমণ বিস্তারে সহায়ক হয়েছে।

এসব প্রশ্নে সরকারের একক দলীয় দৃষ্টিভঙ্গি জাতীয় ঐক্য গড়ে তুলতেও বিঘ্ন সৃষ্টি করছে- যার পরিণাম  হবে ভয়াবহ।

করোনায় সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর প্রণোদনা প্রশংসনীয় উল্লেখ করে তারা বলেন, এটা যথাযথ বাস্তবায়ন না হলে দেশ বিপর্যয়ের ঝুকিতে পড়বে।

বাংলাদেশ সময়: ০৪১১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
এমএইচ/এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ