ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

‘ভোট জালিয়াতদের কাছে করোনা সনদ জালিয়াতি অপরাধ নয়’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
‘ভোট জালিয়াতদের কাছে করোনা সনদ জালিয়াতি অপরাধ নয়’

ঢাকা: বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জনগণের পবিত্র আমানত ভোট জালিয়াতির মাধ্যমে ক্ষমতা আকড়ে থাকা সরকারের কাছে দুর্নীতি লুটপাট ও করোনা সনদ জালিয়াতির বিচার চাওয়া হাস্যকর। কেননা জালিয়াত সরকারের আশ্রয় প্রশ্রয়ে লালিত অপরাধীদের জালিয়াতি কোনো অপরাধ নয়।

রোববার (১২ জুলাই) দুপুরে বরিশাল মহানগর লেবার পার্টির নেতাদের সঙ্গে ভার্চ্যুয়াল কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

ডা. ইরান বলেন, এসব জালিয়াত সরকারের মদদে অনেকেই আঙুল ফুলে কলাগাছ নয়, বটবৃক্ষে পরিণত হয়েছে।

আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হলে এসব অপকর্ম করতো না। যারা ৩০ ডিসেম্বরের ভোট ২৯ ডিসেম্বর রাতে ব্যালটবক্সে ঢুকিয়ে দিয়েছে তাদের কোনো অপরাধের বিচার তারা করবে না, বরং উল্টেপাল্টে দে মা লুটেপুটে খাই নীতি অবলম্বন করবে।

ভিডিও কনফারেন্সে বরিশাল মহানগর লেবার পার্টির সভাপতি অ্যাডভোকেট আবদুর রাজ্জাক রাজু, জেলা সভাপতি হেলাল চৌধুরী, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, নগর নেতা ওয়ালিউল্লাহ হাওলাদার ও ছাত্রমিশন সিনিয়র সহ-সভাপতি নাসরুল্লাহ তালুকদার অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
এমএইচ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ