ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

কবিতা

রাসেল রায়হানের দু’টি কবিতা

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
রাসেল রায়হানের দু’টি কবিতা

ইসরাফিল
এতটা খ্যাতি আমাকে দিয়েছে কিছু প্রশিক্ষিত শ্বেত কবুতর

উদ্ধত সম্রাটসুলভ ভঙ্গিতে হেঁটে চলার বদলে যখন তারা উড্ডীন-সমূহ আচ্ছন্নতামণ্ডলীতে—সেই
মুহূর্তে আমি করতালিতে মাতিয়ে তুলি মঞ্চ।

সার্কাস দেখাতে দেখাতে শ্বেত কবুতরগুলি নেমে আসে মর্মরে—মর্ত্যে।

তাদের ডানার শব্দ পেতে
ব্যাকুল হয়ে থাকে লাল চেয়ারভর্তি সমস্ত মানুষ—অহমে অধিক লাল হওয়া এই চেয়ার!

...দূরে এক কোণে, ভাঙা চেয়ারে, ছাইরঙা জামা পরে সতর্ক হয়ে বসে আছে একজন অন্ধ মানুষ,
ডান হাতে শিঙা;—ব্যাকুলতার অধিক অহম তার থেকে আর কার থাকতে পারে


কবি
আপনার সন্তানের নাম ধরে ডাকতে গিয়ে টের পাই, আসলে কোনো কবিই ব্যর্থ নয়। কবি বাহিত
হয় পরবর্তীদের অনুচক্রিকায়, উপশিরায়—যেরকম গরিমায় ব্যর্থ নয় মধ্যবর্তী মায়াহরিণ!


বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ