ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

কবিতা

গুচ্ছ কবিতা | রুদ্র হক

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
গুচ্ছ কবিতা | রুদ্র হক

প্রহরী
সারারাত নক্ষত্রের দিকে গুলি তাক করে ঘুমিয়েছি
আর যেন পতনের ঘোরে ঝরে না পড়ে
এ সীমান্ত আমার
তুমি কেন পয়সার ভেতর, ইলিশের পিঠে
মহিলার চোখে-শাপলার মতো হেসে ওঠো?

মাঠের ওইপারে
তবু শোরগোল শোনা গেলো
ফের রাইফেল কাঁধে ছুটে যেতে হবে


দৃশ্যভূক
একের পর এক সন্ধ্যা বইছে জাদুকর
কিছুই পারছো না আর
রুমালের রঙ বদলে জল মোছো চোখের
আকাশে উড়ছে আগুন পোকা
বিবিধ শক্তির অন্ধকার

এই শীতে
আরো নিশ্চুপ কুয়াশা আসবে জেনো
আরো ভোরে, আরো ভোরে
তোমার হা থেকে উড়ে যাবে নীল প্রজাপতির দল...
বেকার দৃশ্যভূক, মরে যাবে তুমি...


সম্পাদক
একটা বোকা মানুষের সাথে দেখা হলো

শব্দ থেকে একটা হসন্ত সরাতে গিয়ে
দিনভর বসে রইলো হাতুড়ি শাবলহীন
সে দীনহীন
অন্ধ ফকিরেরা ফিরে গেলো যে যার ঘরে
হসন্তহীন

কোথাও কোনো মুদ্রণ প্রমাদ নেই


লাফিং
একটা ডিপ্রেশন ভর্তি জাহাজ
একটা মদ ভর্তি জাহাজকে ক্রস করে যাচ্ছে
উলটো পিঠে বসে আছে চাঁদ
তীরে, বসে বুদ্ধর মাথা আঁকছি
নাক এবড়ো থেবড়ো
চোখ স্থির
ঠোঁটে বাঁকা হাসি…


সতর্কীকরণ

মৃত্যুর মুহূর্তে
আমাকে শুধু নারীরা জড়িয়ে থাকুক
পুরুষরা কিছুটা দূরে
আর আমাকে
শিশুদের নাগালের বাইরে রাখুন...


বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ