ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

কবিতা

অনুভূতি | রেজওয়ান তানিম

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, মে ৬, ২০১৬
অনুভূতি | রেজওয়ান তানিম

অনুভূতি
সৈকতে, সূর্যস্নানে... 
হাঁটু অবধি ফেনা তোলা জল 
লুকোচুরি খেলে...

অকস্মাৎ 
চোরাবালি মুখ তোলে, 
একটু একটু করে দেবে যাওয়া 
নিজস্ব বিবশ ওজনে 

গলা ডোবে, 
মুখে ঘাই দেয় নোনা জল!

হঠাৎ ওরা আসে 
ওরা আসে ঝাঁকে ঝাঁকে

হাত না বাড়িয়ে জানতে চায়, 
কিম্ভুত দায়িত্বজ্ঞানে, 
ডুবে যাবার আগে যদি বলেন, 
আপনার অনুভূতি কী?

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মে ০৬, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ