ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

কবিতা

ছাই | ট্র্যাসি কে স্মিথ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, মে ২৭, ২০১৬
ছাই | ট্র্যাসি কে স্মিথ

ছাই
ভাষান্তর: হুমায়ূন-আল-শফিক

আমাদের বাড়িটাকে অবশ্যই রহস্যে পরিপূর্ণ করে রাখবো।
বাড়িটা যেনো খায়, আবেদন করে এবং হত্যা করতে সক্ষম হয়।

 
বাড়িটা যেনো নিজ পায়ে দাঁড়ায়, আগুন জ্বলে ওঠে দাউ দাউ করে, 
বাড়িটার যেনো একটা আকাঙ্ক্ষা থাকে, 
ভুতুড়ে, নিঃসঙ্গ বাড়ি হয়।
যেনো বাড়িটা একটা জোকার, স্তন্যপায়ী ও অসহায়।
তুমি আমার হও বাড়ি, তোমাকে প্রয়োজন।
যে বাড়ির মেঝে রক্ত দিয়ে ভেজা।
হস্তযুক্ত, অপরাধী বাড়ি।
যে বাড়ি অন্য বাড়ি দিয়ে তৈরি।
মিথ্যা, গর্ব ও অস্থি দিয়ে তৈরি বাড়ি।
একা একা ভীতু বাড়ি।
বাড়িটা ইঞ্জিনের মতো যেখানে মাখন তোলা ও ঘোড়া পালিত হয়।
বাড়িটার ত্বক ও চুল বিদ্যমান।
বাড়িটায় ঋতু পরিবর্তন ও বর্ষা হয়।
বাড়িটা নিজেই বিশ্বাস করে, সে কোনো বাড়ি নয়।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, মে ২৭, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ