ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

কবিতা

দু’টি কবিতা | শামীম হোসেন

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জুন ২, ২০১৬
দু’টি কবিতা | শামীম হোসেন

ঝড়
নগরে এসেছে এক বাজপাখি
আর বিশাল ডানা মেলে-
ধেয়ে আসছে ধূলিঝড়...
ধুলোর ভেতর থেকে হাত বাড়িয়ে
ভাঙছে গাছ-ছোটবড় বাড়িঘর...

আলুথালু উদভ্রান্ত চোখ-
খুঁজছে সেই বাজপাখিটিকে
যার পালকে ধুলোর আস্তরণ
দিয়েছিল ঝড়ের পূর্বাভাস-
আর পেন্ডুলামে ঝুলছিল সমূহজীবন!


তোমাকে পাহারা দেবে
যদি কেড়ে নাও অন্ধের নড়ি
চলবে সে কণ্টকপথ
যদি ভাষার সেমিনারে জ্বালো 
আলোর বদলে অন্ধকার কুপি-

তবে জেনে রেখো প্রবীণ ঘাতক
তোমাকে পাহারা দেবে অজগরের চোখ।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ