ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

কবিতা

কবিতা

চাবুক ভাঙা নদী | রাত উল আহমেদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
চাবুক ভাঙা নদী | রাত উল আহমেদ

চাবুক ভাঙা নদী
হরেকমালের ভিড়ে স্মৃতির স্বপ্নপসার, স্বপ্নের ভেতর বসতবাড়ি। বাড়ি পাশের নতুন চারা বড় হয়ে হয় বৃক্ষ।

 সাতরঙ পাখি ঘিরে জমে বৃক্ষপত্রতাত্ত্বিক আড্ডা।  ঘাম শিকারির ভুল গোলায় আড্ডা ভেঙে পড়ে গেলো একটি পাখি।  অস্ত্রোপচারে পাওয়া গেলো তিনটি চিঠি।  চিঠির ভেতরে কে ছিলো? মনগড়া কথা, আমি, আমি? কথার পৃষ্ঠে উঠে এলো লাল লাল চাবুক।  চাবুক ভেঙে হয়ে যাচ্ছে নদী।
আমি ভিন্ন, সে বলে আলাদা-  জল বলেছে দু’জনে একই ধারা।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ