ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা

বরষার পদাবলি

ব্যান্ডদল | অরবিন্দ চক্রবর্তী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
ব্যান্ডদল | অরবিন্দ চক্রবর্তী

ব্যান্ডদল
গ্রামের কৈ রেওয়াজ করে আকাশ পড়ে। সীতানাথ বসাক বুকে নিয়ে কাটাকুটি খেলে দুপুরের মেঘ।


জগতের ছেলেরা লিরিকাল খুলেছে। ভরসা পাই। বুঝি, এবার ওরা টিনের চালে নামিয়ে আনবে দমাদম মাস্ত কালান্দার। নিশ্চয়ই ফোটাতে পারবে খোঁপার কদম। মেয়ে, সুযোগে এবার নেমে পড়ো জলনাট্যমে।

করতালি হচ্ছে। সম্ভাবনা বলা যাক। আমি তো খুশিতে আটখান রাজা। শব্দ ফোটাচ্ছে জল। বলি, বেশ তো, হল্লা কর। যতখুশি বাজাও তালিয়া। আষাঢ়ে খিধে মিটবে এবার। ঝিরিঝিরি লিরিক তুলতে ঘামুক রোদপ্রার্থী গিটারিস্ট।  

ও গণকঠাকুর, আমিতো আহামরিয়া... তোমারে সাধু সাধু করি অথচ বুঝি না কোন নহবতশিল্প থেকে আসে এমন শ্রাবণঘন-মর্সিয়া!

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ