ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা

বরষার পদাবলি

মিঞা কি মল্হার | শ্রীদর্শিনী চক্রবর্তী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
মিঞা কি মল্হার | শ্রীদর্শিনী চক্রবর্তী

মিঞা কি মল্হার
ধারাবর্ষণে হৃদয়ের পথঘাট ধেবড়ে যাচ্ছে।
ছাইয়ে আর নীলে মাখামাখি হয়ে
ঢুকে পড়ছে ভিতর অঞ্চলে-
আতা গাছে তোতা পাখির দিন ফুরিয়ে
তলানিও নিঃশেষ হয়ে গেছে।


এখন শুধু বড়দের ছড়ানো ছড়ার মধ্যে
মাঝেমধ্যে পায়ে কাচ ঢুকে আসে 
                                 আড়াআড়িভাবে।

এমন দিনে কি তুমি মিঞা-কি-
মল্হারের কাছে
নতজানু হ’তে চাও সখা?

এসো, স্নান করি-
এসো, না বলে দেখি কোনো কথা।

দেখি, দুই নিষাদের মতো সংসার 
                            গড়ে ওঠে কিনা!

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এসএমএন
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ