ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকার জঙ্গিদের মতো আচরণ করছে: ভিপি নুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
সরকার জঙ্গিদের মতো আচরণ করছে: ভিপি নুর

ঢাকা: বর্তমান সরকার জঙ্গিদের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

তিনি বলেন, এই সরকার যে একটি জঙ্গি ও উগ্রবাদী সরকার, তা আজ সারাবিশ্বে প্রমাণিত।

জঙ্গিরা নিজের মতামত জোর করে প্রতিষ্ঠিত করতে চায়, নিজের মতামত অন্যের ওপর চাপিয়ে দিতে চায়। ঠিক একই ভাবে এই সরকারও জঙ্গিদের মতো আচরণ করছে। পাশাপাশি তাদের এই জঙ্গিবাদকে জায়েজ করার জন্য বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দায় চাপাচ্ছে।

শনিবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনকালে মাগুরা, পাবনা, ময়মনসিংহ, খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে নুরুল হক নুর বলেন, ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশের দিন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাস্তান-সন্ত্রাসীদের মতো পাড়ার মোড়ে মোড়ে টহল দিয়েছে। যাতে বিরোধী দলের নেতাকর্মীরা সভা সমাবেশে যোগ দিতে না পারে। এমনকি তারা মানুষের ব্যক্তিগত নিরাপত্তা লঙ্ঘন করে মোবাইলের গ্যালারিতে পর্যন্ত ঢুকেছে। তাই আমরা জনগণকে সতর্ক করে বলে দিতে চাই, আজকে আওয়ামী লীগ এবং তার উচ্ছিষ্টভোগীরা অবৈধভাবে ক্ষমতা দখলেরর জন্য যেভাবে বেপোরোয়া উন্মাদে পরিণত হয়েছে, জনগণ যদি এদেরকে প্রতিহত করতে না পারে, এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারে, তাহলে বেডরুমেও কেউ সুরক্ষিত থাকবেন না।

তিনি আরও বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে বেডরুমে ঢুকে হত্যা করা হয়েছে। সেই হত্যাকাণ্ডের প্রতিবেদন দেওয়ার সময় ৯৩ বার পর্যন্ত পিছিয়েছে। বুয়েট ছাত্র ফারদিন হত্যা নিয়ে একবার বলছে সব আসামিরা চিহ্নিত, তারা যে কোনো সময় অ্যাকশনে যাবে। আবার বলছে, চনপাড়া বস্তিতে মাদক কারবারিদের হাতে ফারদিন নিহত হয়েছে। আবার বলছে, তিনি আত্মহত্যা করেছেন। যে ডিবি এবং র‌্যাব একেক সময়ে একেক রিপোর্ট দেয়, তাদের তদন্তে জনগণ আস্থা রাখতে পারে না।

পুলিশকে একটি দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছে অভিযোগ করে সাবেক এই ছাত্রনেতা বলেন, র‌্যাবকে ডেথ স্কোয়াডে পরিণত করা হয়েছে। সামরিক বাহিনীকেও দিনদিন নষ্ট করা হচ্ছে। দেশে এ ধরনের নৈরাজ্য চলছে কথিত মুক্তিযুদ্ধের চেতনাধারী আওয়ামী লীগ সরকারের আমলে। যারা গত ১৩ বছরে বিনা ভোটে ভারতের সহযোগিতায় এ দেশের মানুষের ওপর দমন-পীড়ন চালিয়েছে, এ দেশের মানুষের স্বাধীনতাকে ভারতের হাতে জিম্মি করে দিয়েছে।

পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি আওয়ামী লীগের দালালি করেন, আওয়ামী লীগের গোলামি করেন, তাহলে দয়া করে পুলিশের পোশাক ছেড়ে মুজিবকোট গায়ে পরে করেন, ছাত্রলীগের গুণ্ডামি করেন। আর যদি চাকরি করেন, তাহলে জনগণের সেবা করেন। জনগণের বিরুদ্ধে দাঁড়ালে আপনাদের পরিণতিও ভালো হবে না।

এই সরকারের হাতে বিদেশি নাগরিকরাও নিরাপদ নয় উল্লেখ করে তিনি বলেন, এতদিন দেশে গুম, খুন, হামলা, মামলার শিকার হয়েছে ভিন্ন মত ও বিরোধী দলের রাজনীতিকরা। অথচ কয়েকদিন আগে শাহীনবাগে গুম হওয়া এক ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করতে যেয়ে মার্কিন রাষ্ট্রদূতও হামলার শিকার হতে যাচ্ছিলেন।

সাবেক এই ডাকসু ভিপি আরও বলেন, এই সরকার মুক্তিযুদ্ধের কথা বলে। অথচ টানা ১৩ বছর ক্ষমতায় থেকেও মুক্তিযুদ্ধে শহীদ, মুক্তিযোদ্ধাদের একটি নির্ভুল তালিকা তৈরি করতে পারেনি।

সরকার গণপরিষদের নেতাকর্মীদের গ্রেপ্তারের পাঁয়তারা করছে উল্লেখ করে তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে গণঅধিকার পরিষদ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনে রাজপথে থাকবে। সরকার যখন দেখেছে, আওয়ামী লীগ ও বিএনপির বাইরে গণঅধিকার পরিষদ জনগণকে সংগঠিত করে তৃতীয় বৃহত্তম দলে পরিণত হয়েছে, তখন আমাদের নেতাকর্মীদের উপরে বর্বর পৈচাশিক হামলা করছে। শুক্রবার বিজয়ে দিবসেও পাবনা, মাগুরাসহ দেশের বিভিন্ন জেলায় আমাদের নেতাকর্মীর ওপর হামলা করা হয়েছে।

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, মালেক ফরাজী, সোহরাব হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
এসসি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।