ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিপ্লব পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যের বিকল্প নেই: দুলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
বিপ্লব পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যের বিকল্প নেই: দুলু

নাটোর: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিপ্লব পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ঐক্যের বিকল্প নেই। দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

শুক্রবার ( ২২ নভেম্বর) বিকেলে সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের রামনগর উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সব দল এবং মতকে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতো দেশ গঠনেও ঐক্যবদ্ধ হতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দলমত নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার। বিশেষ করে সব দলের ঐক্য এখন সময়ের দাবি। দলগুলোর মধ্যে একটি কার্যকর ঐক্য ছাড়া বিপ্লবের সাফল্য ধরে রাখা কঠিন হবে

তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরেরা আত্মগোপনে থেকে ফেসবুকের মাধ্যমে মিথ্যাচারে লিপ্ত রয়েছেন। তারা দেশের যেকোনো বিষয়ে ধারাবাহিক মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশে নির্মম গণহত্যাকারীদের বিষয়ে দেশের মানুষকে সচেতন থাকতে হবে। তারা আমাদের প্রিয় মাতৃভূমিকে অশান্ত করতে চায়, দেশে অশান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। দেশের জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সব মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে পতিত স্বৈরাচার গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের রুখে দিবে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়সাল আলম আবুল, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ ও ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।